1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

কচুয়ায় চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কচুয়ায় সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে । পুলিশি পাহাড়া জোরদার করা হলেও থামছেনা চুরি-ডাকাতি।
শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে তিন ভাই শপিং সেন্টারের দ্বিতীয় তলার সাটারের তালা কেঁটে চোর ভিতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ আড়াই লক্ষ টাকাসহ দোকানের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন চুরি করে নিয়ে যায়।
একইদিন উপজেলার সেঙ্গুয়া বাজারের বেলাল স্টোরে চুরি ঘটনা ঘটে। স্টোরে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪টি মোবাইল সেট নিয়ে যায় বলে জানান স্টোরের মালিক মো. বেলাল হোসেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের সানন্দকরা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই গ্রামের রমেশ মাস্টারের বিল্ডিং এর জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমিরার ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা ও ২৫ ভরি ওজনের স্বর্নালংকর নিয়ে সটকে পড়ে।
গত সোমবার মধ্যরাতে উপজেলার দোয়াটি-তিলকিয়াভিটা গ্রামের আকবর আলীর বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ ৩ হাজার ৫শ টাকাসহ মোট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় বলেও জানান ভূক্তভোগী পরিবার।
গত ৫ আগস্ট দিনদুপুরে পালাখাল উত্তর বাজারে রাছেল স্টোর বাইছারা বাজারে মফিজুল ইসলাম হালদার ট্রেডার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ দুটি দোকান থেকে লুটে নেয় নগদ ৫ লক্ষ ৬২ হাজার টাকা। এছাড়া একইদিন রাতে বিতারা গ্রামের ছাদেক মিয়ার গ্যারেজ থেকে দুটি অটো রিক্সা চুরি হয়।
পক্ষকাল পূর্বে উপজেলার আইনগীরি গ্রামের মাও. ফখরুল ইসলামের গৃহে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোর চক্র নগদ ৫০ হাজার টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ইদানিং উপজেলার বিভিন্ন অঞ্চলে এমনি চুরি-ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
২০২১ সালের ১০ সেপ্টেম্বর একই রাতে দেড় ঘণ্টার ব্যবধানে আশ্রাফপুর গ্রামে মাহমুদা চৌধুরী ও আমুজান গ্রামের ডাক্তার রুবেলের বাড়িতে ডাকাতির সংঘটিত হয়। উভয় ডাকাতিতে বাড়ির লোকজনদেরকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লক্ষাধিক টাকা সহ প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতদের মারধর ও ভয়ভীতিতে কয়েকজন আতঙ্করোগে আক্রান্ত হওয়া রোগী আজও সুস্থ্য হয়ে উঠতে পারেনি। কিন্তু এ ডাকাতির ঘটনাগুলোর সাথে জড়িতের শনাক্ত ও মালামাল উদ্ধার কোনটাই হয়নি। পরপর চুরি-ডাকাতির ঘটনায় কঢ়ুয়াবাসী আতঙ্কে রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন সানন্দ করার রমেশ মাস্টারের বাড়ির ঘটনাটি ডাকাতি নয় চুরি সংঘটিত হয়েছে বলে দাবী জানান, চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে চুরি-ডাকাতিরোধে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশীসহ পুলিশি টহল ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।

ছবি ঃ কচুয়ার নলুয়ায় তিন ভাই ফ্যাশানে চুরি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার