কচুয়ায় গলদা চিংড়ি চাষে বিশেষ অবদান জন্য মৎস্য চাষী হিসেবে জহিরুল ইসলামকে সন্মাননা সনদ প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৯ জুলাই শুক্রবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান চিংড়ি চাষী জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলগ্রামের মৃত. সুলতান আহমেদের ছেলে ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম ২০২১ সালে ৩শ শতকের পুকুরে গলদা চিংড়ি চাষাবাদ শুরু করেন। গলদা চিংড়ি চাষাবাদ শুরুর পর থেকে ২বছরের মধ্যে গলদা চিংড়ি চাষে সাফল্য অর্জন করেন। বর্তমানে তার খামার থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চাষীরা গলদা চিংড়ি সংগ্রহ করছেন। গলদা চিংড়ি চাষী মো. জহিরুল ইসলাম বলেন, মৎস্য কর্মকর্তাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে আমি ২ বছরের মধ্যে গলদা চিংড়ি চাষে সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে মৎস্য চাষে আরো ভালো করার জন্য মৎস্য কর্মকর্তা ও সকলের সহযোগিতা এবং চেয়েছেন তিনি।
Leave a Reply