উৎসবমূখর পরিবেশে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার প্রার্থী মো. সেলিম প্রধান (টিউবয়েল প্রতীক) বিজয়ী হয়েছেন। ২৭ জুলাই বুধবার বিকালে ইভিএমের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানা। নির্বাচনে মেম্বার প্রার্থী মো.সেলিম প্রধান (টেউবয়েল প্রতীক) ৪শ২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে।
অন্যদিকে, মেম্বার সমর্থিত প্রার্থীদের মধ্যে সিরাজুল ইসলাম (ফুটবল) পেয়েছেন ৩শ৭০ ভোট, মো.ইব্রাহিম (মোরগ ) পেয়েছেন ২শ’ ২৫ ভোট, মো. জয়নাল (তালা) পেয়েছেন ২শ’ ৩ ভোট এবং মো. জসিম উদ্দিন(আপেল) ১৫ ভোট পেয়েছে।
উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯শ ৫১ জন। তাদের মধ্যে ১ হাজার ২শত ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির ,নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ,সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী,কচুয়া থানার ওসি মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নির্বাচনে আইন শৃংখলা দায়িত্ব পালন করেন।
উপ-নির্বাচনের উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার কাজী আবু বক্কর জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করেছে ভোটাররা। এ উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হয়।
উল্লেখ্য, শুন্যপদ পূরণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ী সেলিম প্রধান জানান, নির্বাচন সুষ্ঠু ও হয়েছে। এজন্য আমি বিজয়ী হয়েছি। আমার এলাকার ৫ গ্রামের ভোটারদেও প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ছবিঃ কড়ইয়া ইউনিয়নের উপনির্বাচনে ভোটারদের লাইন ইনসেটে ফাইল ছবি সেলিম প্রধান।
Leave a Reply