কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।২৪ জুলাই রবিবার সংসদের কার্যালয়ের উদ্বোধন করেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি । এ সময় তিনি বলেন যুব সমাজকে সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত হয়ে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।বর্তমান সরকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষন প্রদানের মাধ্যমে আত্মস্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে।শেখ রাসেল সংসদের সবাইকে স্বাবলম্বী হতে হবে।
সংসদের প্রধান উপদেষ্টা এম আলমগীর মজুমদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর এলাহী মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিআরের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: গোলাম হোসেন,উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিকেএম আলমগীর মজুমদার, যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সওদাগর,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কারুননাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুজ্জাবার বাহার, যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মহিউদ্দিন মজুমদার মাহী ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন প্রমূখ।
ছবি: কচুযার ডুমুরিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের স্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply