কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।২১জুলাই বৃহস্পতিবার বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কচুয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসআই আবু ফয়সাল নির্বাচনের বিষয়ে বলেন , ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুলাই নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করার হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন ,মো: আলমগীর তালুকদার, ও এএসআই অসীম কুমার রায়।
ওই ওয়ার্ডের চার প্রার্থী ইব্রাহিম মিয়া (মোরগ),সিরাজুল ইসলাম সিকদার (ফুটবল),সেলিম প্রধান (টিউবওয়েল) ও জয়নাল সিকদার (তালা) ।
উল্লেখ্য যে, এ ওয়ার্ডের সদস্য মো. মানিক মিয়া মৃত্যুবরন করায় সদস্য পদ শুন্য হয়। আগামী ২৭ জুলাই এ শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯শ ৫১জন।
কচুয়া: কচুয়া কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখছেন, কচুয়া থানার এসআই আবু ফয়সাল।
Leave a Reply