মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক তৃতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার। ২০ জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ। এসময় তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারা বাংলাদেশে ২৬ হাজার ২শত ২৯টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।কচুয়ায় ক শ্রেণির ভ’মিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ১শত ১৭টি।
এসময় সহকারী কমিশনার ভূমি মো. ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি আবুল হোসেন.আলমগীর তালুকদার,প্রিয়তোষ পোদ্দার,রাকিবুল হাসানসহ কচুয়ায় কর্মরত প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়য়া কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং এর একাংশ।
Leave a Reply