কচুয়ায় নতুন এমপিওভুক্ত ৪ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়ভায় প্রধান অতিথির বক্তব্যে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন নতুন এমপিওভ’ক্তির সাথে সাথে সকল প্রতিষ্ঠানের দায়িত্ব হবে গুনগত মান সম্পন্ন শিক্ষা দেওয়া । প্রতিযোগীতামূলক শিক্ষায় পিছিয়ে থাকার সুযোগ নেই । নারী শিক্ষায় সকলকে সমান সুযোগ দিয়ে নারী পুরুষ বৈষম্য দুর করতে হবে।নারীকে সমান সুযোগ দিতে হবে। কচুয়াকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ দৃষ্টি নন্দন উপজেলা হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহন করছি। কচুয়ার উপর দিয়ে ঢাকা চট্রগ্রাম হাইওয়ের চার লেন বিশিষ্ট সড়কটির আমার প্রস্তাব গ্রহীত হয়েছে। এই সড়কটি হলে ঢাকা -চট্রগ্রামের দুরুত্ব ৪০ কিমি যাবে। কচুয়ায় সাচারে একটি ফামাসিউটিক্যাল কোম্পানীর কারখানা হচ্ছে। এই এলকায় ভবিষ্যতে অনেক কলকারখানা গড়ে উঠবে। উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নিন্দপুর এমকে আলমগীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান সুলতানা খানম,সহকারি কমিশার (ভ’মি) মো: ইবনে আল জায়েদ হোসেন,ওসি মো: মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন ,কোয়াচাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: জামাল হোসেন ,ইউপি চেয়ারম্যান আমির হোসেন,আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগন মতবিনিময়সভায় অংশ গ্রহন করেন।
একই দিনে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি কোয়াচাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন,মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সাথে মতবিনিময় ষভায় যোগদান করেন।
ছবি: মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply