জাপানে দক্ষকর্মী নিয়োগ পরীক্ষায় কচুয়ার আসাহী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ৫ জন উর্ত্তীন হয়েছে।
২৫ জুন শনিবার কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর অবস্থিত দক্ষকর্মী নিয়োগের প্রতিষ্ঠান আসাহী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে জাপানে এস এস ডাব্লিউ (কৃষি) উপর পরীক্ষায় উত্তীর্ন ৫ কর্মীর মাঝে সনদ বিতরণ করা হয়।
সনদ বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিঃ মনিরুজ্জামান দেওয়ান মানিক,মিডিয়া এডভাইজার সাংবাদিক আলমগীর তালুকদার,প্রশিক্ষক জাহিদ হাসান।
জাপানে উর্ত্তীন ৫ কর্মীরা হলেন,চট্রগ্রাম জেলার অন্তু দাস,জান্নাতুল মাওয়া,সরওয়ার হোসেন,আলী হায়দার ও মোঃ আহসান ।
সনদ বিতরণকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিঃ মনিরুজ্জামান দেওয়ান মানিক বলেন, জাপানি ভাষা ও কৃষি বিষয়ে ৬ মাস বাংলাদেশে প্রশিক্ষন সম্পন্ন করে আমাদের ৫ কর্মী জাপানে এস এস ডাব্লিউ (কৃষি) উপর পরীক্ষায় উত্তীর্ন হয়েছে । এসব কর্মী ৫ বছর মেয়াদী ভিসা নিয়ে খুব শ্রীগ্রই জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে । অপর দিকে জাপানে এস এস ডাব্লিউ (কৃষি) উপর পরীক্ষায় উত্তীর্ন হওয়া কর্মীগন জানান,মনোযোগ দিয়ে ভাষা ও কৃষি বিষয়ের উপর দক্ষতা অর্জন করলে জাপানে এস এস ডাব্লিউ (কৃষি) পরীক্ষায় উত্তীর্ন হওয়া খুবই সহজ ।
ছবিঃ জাপানে এস এস ডাব্লিউ (কৃষি) উপর পরীক্ষায় উত্তীর্ন ৫ কর্মীর মাঝে সনদ বিতরণ
করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিঃ মনিরুজ্জামান দেওয়ান মানিকসহ অতিথিবৃন্দ।
Leave a Reply