কচুয়া পৌরসভার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।১৬জুন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল আলম স্বপন। এ সময় তিনি বলেন বাবা মায়ের পাশাপাশি শিক্ষকদের সম্মান করতে হবে।নিজেদেরকে আগামী দিনের কচুয়াকে নেতৃত্ব প্রদানের লক্ষে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য হারুনুর রশিদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধণ দেব এবং কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার,পরিচালনা পর্ষদের সদস্য রাসেল মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যয়নরত শিক্ষার্থী ফারিয়া আক্তার,বিদায়ী শিক্ষার্থী নাঈমা আক্তার ।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা সফিকুল ইসলাম । এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি ঃ হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দোয়া মুনাজতের একাংশ
Leave a Reply