কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিদ্যালয় মাঠে এ আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বিএসসি, বিএড এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো: শাহজালাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি মাহমুদুল হাসান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সদস্য জহিরুল ইসলাম হৃদয়, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বিএসসি, কহুলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম এমরান হোসেন, খাজুরিয়া ল²ীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি, আইগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, নুরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেছবাহ উদ্দিন, আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। এছাড়াও বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক মাও: ওয়াজি উল্যাহ, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শরীফ উল্যাহ ভুইয়া, স্থানীয় ইউপি সদস্য মো: মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্স মাহবুব মানিক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সকল অতিথিদের সাথে ফটোশেষনে মিলিত হয় পরীক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের পর পরিবেশিত হয় ইসলামি সঙ্গীত এবং বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন- আফরান আরেফীন মাহি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন-তাজরিয়ান আহম্মেদ। আলোচনা সভার পূর্বে বিদ্যালয় সংলগ্ন পালগিরী জামে মসজিদে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply