কচুয়া পৌরসভার ঐতিহ্যবাহী আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও অভিভাবক অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার দুপুরে মাদ্রাসা মাঠে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদোত্তর আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি মো. আব্দুল কাইয়ুম আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই, কচুয়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো. ওমর ফারুক, নুরুল আজাদ কলেজের সহকারি অধ্যাপক লিয়াকত আলী, অভিভাবক কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাওলানা জাকির উল্যাহ শাজুলি,সহকারি অধ্যাপক শাখাওয়াত হোসেন প্রমূখ।
পরে পরীক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামান ।
ছবি: আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাতের একাংশ।
Leave a Reply