উন্নত প্রযুক্তি মাধ্যমে পাট ও পাট বীজ উৎপাদন করার লক্ষ্যে কচুয়ায় পাট চাষীদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৮ জুন বুধবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পাট কর্মকর্তা আক্রাম হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সোফায়েল হোসেন,চাঁদপুরের মুখ্য পাট পরিদর্শক সাইফুল আলম,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরোজা বেগম। প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ১শত ৫০জন পাটচাষী প্রশিক্ষন অংশ গ্রহন করেন।
ছবিঃ কচুয়ায় পাট চাষীদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
Leave a Reply