কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী একেএম আবদুল্লাহ আল বাকী। ১২ মে বৃহস্পতিবার দুপুরে উক্ত প্রতিষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় একেএম আবদুল্লাহ আল বাকীকে সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দাতা সদস্য মো. রোস্তম আলী, সাধারন অভিভাবক সদস্য মোশারফ সরকার, শাহ আলম শিকদার, সোলাইমান প্রধান, হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা সদস্য কুলসুমা আক্তার, শিক্ষক প্রতিনিধি বলরাম বিশ^াস, মতিউর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, ইউপি সদস্য রুহুল আমিন প্রধানসহ শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি একেএম আবদুল্লাহ আল বাকী বলেন, আমাকে এ এলাকার মানুষ ভালবেসে তৃতীয়বারের মত পরিচালনা পর্ষদের সভাপতি নিবার্চিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
আগামী দুই বছরের মধ্যে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী বাইছারা উচ্চ বিদ্যালয়টি গড়ে তুলবো। তার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবো। সভাপতি নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদ্যলয়ের পড়ালেথার মান উন্নয়নে এলাকাবাসী, শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবক সকলের সহযোগীতা কামনা করছি।
ছবিঃ বাইছারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সভাপতি একেএম আবদুল্লাহ আল বাকী, সদস্যবৃন্দ ও সমর্থক বৃন্দ।
Leave a Reply