1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

কচুয়ায় ব্রীজ নির্মানে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪৬৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া ॥
কচুয়ার সাচার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন খালের উপর সাচার-রাজারামপুর সড়কের নতুন ব্রীজ নির্মানে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্দ এলাকাবাসী। রবিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই ব্রীজ দ্রুত নির্মানের দাবিতে এ মানববন্ধন করেন। প্রায় ঘন্টাপর কচুয়া আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের আশ্বাসে মানববন্ধন তুলে নেয়া হয়।
এসময় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শতশত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারন মানুষ। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আটকে পড়া যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করেন।
জানা গেছে, ২০১৯ সালের ২২ সেপ্টেবর এলজিইডি’র আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ব্রীজটির নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ভিত্তিপ্রস্থর স্থাপনের পর ঠিকাদার পাইলিং এর জন্য বেজ কাটেন  মাত্র।
উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন বলেন, মানববন্ধনের খবর পেয়েছি। মূল সড়ক থেকে ব্রীজ নির্মানের স্থানটি বেশ উচু হওয়ায় ঠিকাদার ব্রীজ নির্মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ছবি:  কচুয়ার সাচার-রাজারামপুর ব্রীজ নির্মানে গড়িমসির প্রতিবাদে মানববন্ধনে আটকে পড়া যানবাহন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার