কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গরিব-দুস্থ্যদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে।১০ মার্চ বৃহস্পতিবার জনপ্রতি ৩০ কেজি করে সর্বমোট ১শ ৩১জন অসহায় দুস্থ্যদের মাঝে এ চাউল বিতরণ করা হয়।
কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আমির হোসেন ভিজিডির চাউল বিতরণকালে প্রত্যেক উপকারভোগীদের নিকট জানতে চান, ভিজিডি কর্মসূূচির চাউল পেতে তালিকাভূক্ত হওয়ার জন্য কাউকে কোন টাকা পয়সা দিয়েছে কিনা। এ কাজে উপকারভোগীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে কেউ হয়রানী করলে তাকে সরাসরি জানানো জন্য অনুরোধ জানান।
বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি সচিব মকবুল হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য জহির মোল্লা ,শহীদুল ইসলাম খাজা,আবদুল মমিন, সাইফুল ইসলাম,মো: মাসুদ ,শহীদুল ইসলাম,হাজী শফিকুল ইসলাম প্রমূখ।
ছবি ঃ গোহট দক্ষিন ইউনিয়নের গরিব-দুস্থ্যদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান মো: আমির হোসেনসহ পরিষদের সদস্যবৃন্দ।
Leave a Reply