কচুয়ায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল,শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের বিনম্্র শ্রদ্ধা জানান। জাতীয় রাজস্ব বোডের সাবেক চেয়রম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: গোলাম হোসেন দলীয় নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্লাহ ,পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,কচুয়া থানার পক্ষে ওসি মো: মহিউদ্দিন,কচুয়া পৌরসভার পক্ষে মেয়র নাজমুল আলম স্বপন,মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সরকারি কলেজ,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কচুয়া প্রেসক্লাব,কচুয়া বার্তার পক্ষে সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার, চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি,উপজেলা বিআরডিবি অফিস,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,ইউপি চেয়ারম্যান পরিষদ,আলোর মশালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের বিন¤্র শ্রদ্ধা জনান। ।দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
একুশে ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও রচনা চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করাহয়। বাদ জোহর সকল মসজিদ মন্দিরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ,আশেক আলী খান স্কুল এন্ড কলেজ,চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়,পালাখাল উচ্চ বিদ্যালয়,মাঝিগাছা উচ্চবিদ্যালয়,সাচার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে দিবসটি যথাযথভাবে পালন করেছে।
ছবি: কচুয়ায় ভাষা শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও রচনা চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply