কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুরে জাপানী ভাষা ও কৃষি প্রশিক্ষন শুরু হয়েছে। জানা গেছে আইসিএল ডেভোলপমেন্ট সেন্টার (এ.এস.ডি.সি) ও মামিয়া- ওপি (জাপান)স্বল্প খরচে কৃষিখাতে জাপানে দক্ষ কর্মী প্রেরণের লক্ষে জাপানী ভাষা ও কৃষি প্রক্ষিন কোর্স চালু করেছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক জানান ডিসেম্বর মাস থেকে প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। আবাসিক/ অনাবাসিক মিলে প্রথম ব্যাচে ২০ জনকে জাপানী ভাষা শিখানো হচ্ছে। তাদের ভাষা প্রশিক্ষন কোর্স সম্পন্ন হলে কৃষিখাতে দক্ষতার প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষন শেষে স্বল্প খরচে জাপানে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন আমরাই একমাত্র বাংলাদেশেী প্রতিষ্ঠান, জাপানী ভাষা ও কৃষিখাতে দক্ষতা অর্জন করে জাপন সরকারের চাহিদানুযায় দক্ষ শ্রমিক পাঠাই ।
ছবি: কচুয়ার আকানিয়া নাছিরপুরে জাপানী ভাষা ও কৃষিখাতে প্রশিক্ষনরত অধ্যয়নরত শিক্ষার্থীদের একাংশ।
Leave a Reply