“পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রণি সম্পদ প্রদর্শণীর আয়োজন” শীর্ষক শ্লোগানে কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শণীর উদ্বোধন করেন কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন। একইদিন দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাওকাত হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ. ইবনে আল জায়েদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তামোহাম্মদ মাহবুব উল আলম, ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Leave a Reply