বুধবার ৫ জানুয়ারি কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১শত ৩০টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ইতিমধ্যে ৮০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যদেরকে ব্রিফিং করেন।এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী,ওসি মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, সুষ্ঠ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পূর্ন করার লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র্যাব, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়ন করা হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, অবাধ, সুষ্ঠ্য ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১২টি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সকল প্রকার ভোটের সামগ্রী প্রেরণ করা হয়েছে।
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের ২লক্ষ ৬২ হাজার ৬৯ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১জন চেয়ারম্যান, ৩৬জন সংরক্ষিত সদস্য, ১০৮ জন সাধারণ সদস্য নির্বাচিত করবে।
ছবি ঃ কচুয়ায় ভোটের সামগ্রী বিতরণ করছেন রিটানিং কর্মকর্তা।
Leave a Reply