কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের সর্বত্রই নির্বাচনী হাওয়া বইছে। ২নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন গনসংযোগে ব্যাস্ত সময় অতিবাহিত করছেন। পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকবুল হোসেন সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন উপললেক্ষ ইউনিয়নের সর্বত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ মকবুল হোসেন জানান ৫জানুয়ারি নির্বাচন শান্তিপূর্নভাবে ভোটগ্রহনের লক্ষ্যে প্রশাসন ও আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সংস্থার সহযোগীতা কামনা করেছেন। তিনি আরো বলেন নির্বাচনী প্রচারনায় লেভেল প্লোয়িং মাঠ তৈরী হওয়ায় সকল জনগন খুশি। নির্বচনের দিন ভোট গ্রহনের পরিবেশ ভাল থাকলে সাধারন ভোটারগন উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে। অনেকদিন পর মানুষ ভোট কেন্দ্র গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। পাথৈর ইউনিয়নের সর্বস্তরের জনগনকে তিনি তার চশমা প্রতীকে একটি করে ভোট প্রদানের জন্য আহবান জানান। এ সময় ভোটরগন জানান ভোটের পরিবেশ হওয়ায় চশমা প্রতীকেরই জয় হবে।
ছবি: কচুয়ার পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের প্রচারনার একাংশ ।
Leave a Reply