৩০ ডিসেম্বর
বৃহস্পতিবার প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কচুয়ায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪ হাজার ৪শ ৫১ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ৪ হাজার ৩শ ৯১ জন। পাসের হার ৯৮.৬৫। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪শ ৪১জন। জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে শতভাগ পাস করা কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলার শীর্ষে রয়েছে। এ বিদ্যালয় থেকে মোট ১১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই কৃতকার্য হয়েছে। তন্মধ্যে ৭০ জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করেছে। এ বিদ্যালয় ছাড়াও উপজেলার আরো ১১টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করে। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে- আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, আনম এহসানুল হক উচ্চ বিদ্যালয়, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, পাথৈর উচ্চ বিদ্যালয়, পনশাহী পাইনিয়র উচ্চ বিদ্যালয়, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ।
এছাড়া উপজেলার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখা থেকে মোট ৯৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৮৫জন কৃতকার্য হয়। পাসের হার ৮৭.৬৩। জিপিএ ৫ পেয়েছে ৮জন ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ১০৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৯৬ জন কৃতকার্য হয়। পাসের হার ৯২.৩১। জিপিএ ৫ পেয়েছে ০২জন।
Leave a Reply