নির্বাচন কমিশনের নিকট কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে বিবেচিত নয়। সকল প্রার্থী আমাদের কাছে সমান। কচুয়ায় ৫ জানুয়ারী অবাধ, সুষ্ঠ্য ও নিরপেক্ষ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি চলছে।সকল প্রতিদ্বদন্ধি প্রার্থী গনকে বলছি ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য অনুপ্রানিত করুন। ভোটারদের রায়ই চুড়ান্ত রায় ।কোন প্রার্থী আচরন বিধি লংগন করলে তার বিরুদ্ধে আহনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন কমিশনের নিকট সকল প্রার্থীই প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসাবে বিবেচিত। অবাধ ও সুষ্ঠ্য নির্বাচন গ্রহণের লক্ষ্যে ৩দিন ব্যাপী কচুয়ায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক দায়িত্ব পালন করেন- কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাশেম, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূইয়া। তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন ১শ ৩০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭শ ৪৭জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৪শ ৯৪জন পুলিং কর্মকর্তা ।
ছবি: ৫ জানুয়ারী কচুয়ায় উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
Leave a Reply