চাঁদপুরের কচুয়ায় মাস ব্যাপি পৌর বিজয় মেলার প্রস্তুতি চলছে। কচুয়া পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বিজয় মেলা উপলক্ষ্যে,বিজয়মঞ্চ, প্রবেশপথে অত্যাধুনিক তোড়ন,সার্কাস,নাগরদোলা, মৃত্যুকুপ মোটর সাইকেলসহ হরেক রকম পন্যের স্টলের নির্মান কাজ চলছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে ১২ ডিসেম্বর রবিবার থেকে বিজয় মেলার কার্যক্রম শুরু হবে। বিজয় মঞ্চ থেকে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ কচুয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরবেন। বিজয় মেলায় শিশুদের বিনোদনের জন্য থাকছে ম্যাজিক নৌকা,মিনিটেন,নাগরদোলা,সিলিপার,স্পিডবোর্ট,নাগরদোলা,দেশের সেরা সার্কাস প্রদর্শনী, ভুতের বাড়ি। সুলভমূল্যে থ্রিপিছ,শাড়ি, ব্লেজার,কসমেটিকস,জুয়েলারী,ঢাকাদই ফুসকার স্টল থাকছে। কচুয়াবাসীকে বিজয় মেলায় এসে বিজয়মাসটি উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ছবি: কচুয়ায় বিজয় মেলার প্রস্তুতির একাংশ।
Leave a Reply