কচুয়া উপজেলায় ১২টি ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে দুই দিনে ৭হাজার ২ শতজনকে গনটিকার আওতায় কোবিড -১৯ এর সিনোফাম ভেরোসেল ভ্যাকসিন প্রদান করা হয়েছে। শনিবার থেকে প্রতিটি ইউনিয়নের একটি ওয়ার্ডে ৬শতজনকে টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়ে রবিবার শেষ হয়। শনিবার উপজেলার ১০টি ইউনিয়নে সকাল থেকে টিকাপ্রদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি ইউনিয়নে টিকা গ্রহন উপলক্ষে সাধারন জনগনের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে সকাল থেকে টিকা গ্রহনের জন্য আসা নারী পুরুষের ভীড় লক্ষ করা গেছে। রবিার সাচার ও বারৈয়ারা কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ ,উপজেলা পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার ভ’মি মাহমুদা কুলসুম মনি । এ সময় পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,সাচার ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন ,সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ,কচুয়া প্রেসক্লাবের সভপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: ্অলমগীর তালুকদার,ইউপি সচিব সাগর চন্দ্র ও ভ্যাকসিন প্রদানের সাথে সম্পৃক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে কোন প্রকার অভিপ্রেত ঘটনা ছাড়াই গনটিকা সম্পন্ন হয় বলে নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান।
পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন এই করোনার ভ্যাকসিন দৌযার জন্যে মাননয়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই । এই ভ্যাকসিন নিয়ে আপনারা সবাই ভাল থাকুন স্বাস্থ্য বিধি মেনে চলুন।
ছবি: কচুয়ার পাথৈর ইউনিয়নের বারৈয়ারা কেন্দ্রে ভ্যাকসিন প্রদানের একাংশ
Leave a Reply