কচুয়ায় সমালয় চাষাবাদ প্রকল্পে বোরো ধান কর্তন উদ্বোধন করা হয়েছে। ৫ মে বুধবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় মাঠে হারভেষ্টার মেশিন দ্বারা ধান কর্তন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফখান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা,লিটন দত্ত ,শম্ভুনাথ দাস,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর হোসেন,যুবলীগ নেতা ডা: মাসুদ, সহ কৃষকগন উপস্থিত ছিলেন।
প্রসংগত: কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় মাঠে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৫০ একর জমিতে সমালয় প্রকল্পে কমখরচে বীজ তলা ,চারা রোপন,সার প্রয়োগ, সেচ কর্তন ও মাড়াই পর্যন্ত সম্মিলিতভাবে করা হয়েছে। কৃষি অফিস সুত্রে জানা গেছে এতে একর প্রতি জমিতে ৮০মন ধানের ফলন হয়েছে।
স্থানীয় কৃষকগন জানান এতে কম খরচে ধানের ফলন ভাল হয়েছে।
ছবি: কচুয়ায় সমালয় চাষাবাদ প্রকল্পে বোরো ধান কর্তনের একাংশ
Leave a Reply