লকডাউনের চতুর্থ দিনে ১৮ এপ্রিল রবিবার কচুয়ায় বেশরিভাগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন গ্রামীন সড়কসহ ঢাকা-কচুয়া সড়কে সিএনজি ও অটোরিক্সা চলতে দেখা গেলেও বেশীরভাগ সড়কই ছিল ফাঁকা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহরে আসা প্রতিরোধ করতে কচুয়া থানার পক্ষ থেকে কচুযার প্রবেশদ্বার বারৈয়ারা ও আকানিয়া বাইপাস সড়কে চেক পোষ্ট বসানো হয়েছে।জরুরী প্রয়োজন ছাড়া যান ও জন চলাচল বন্ধ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। লকডাউন কার্যকর করতে কচুযা থানা পুলিশ টহল জোরদার করেছে।
তবে সকল সড়কেই অটো সিএনজি প্রশাসনের বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে দেখা গেছে। আবার কিছু কিচু ব্যবসায়ী পুলিশ ও ভ্রাম্যমান আদালত দেখলে দোকান বন্ধ করে সটকে পড়ে আবারও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। কোন কোথায় মাস্ক ছাড়াও জনগনকে বাহিরে প্রয়োজন ছাড়া ঘুরতে দেখা গেছে।
এদিকে সকাল থেকে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ রউফ কচুয়ার গুরুত্বপূর্ন পৌরবাজার , রহিমানগর,সাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন। জনগনকে হ্যান্ড মাইকে ঘরে থাকার আহবান জানান। এ সময় কচুয়্ াপ্রেসক্লাবের সভাপতি ও কচুযা বার্তর সম্পাদক মো: আলমগীর থারুকদার, বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহন করেন। দুপুর থেকে প্রতিটি এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি: কচুয়ায় লকডাউন কার্যকর করতে কচুয়া থানা পুলিশের টহলের একাংশ ।
Leave a Reply