কচুয়া পৌরসভা সংলগ্ন থানা পুকুরের চারপাশে মুক্তিসরোবর নামে বিনোদন পার্কের কাজ শুরু হয়েছে। পৌরবাসীর বিনোদনের জন্যে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সহযোগীতায় গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৯কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে পুকুরসহ প্রায় দুই একর জায়গায় মুক্তিসরোবর বা পৌর বিনোদন পার্ক হচ্ছে। কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন জানান পৌরসভার এ বিনোদন কেন্দ্রটিতে চারপাশে হাটার রাস্তা বা ওয়াকওয়ে ,বসার স্থান,পুকরের চারপাশ বেষ্টিত মধ্যখানে সুসজ্জিত মঞ্চ,উত্তর ও দক্ষিন পাশে দুটি আধুনিক ঘাটলা,মহিলা ও পুরষের ব্যবহার করার জন্য ৪টি অধুনিক শৌচাগার থাকছে। উপ-সহকারি প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন ও নুরুল ইসলাম জানান ইতিমধ্যে লে আউট দিয়ে প্রাথমিক কাজ চলছে। এই সরোবরে বাংলাদেশর গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গের ছবি সাঁটানো থাকবে। কাজটির ঠিকাদার মেসার্স সামস কনস্ট্রাকশনের পক্ষে স্থানীয় ভাবে কাজটি করছেন যুবলীগ নেতা বোরহান উদ্দিন।
ছবি: কচুয়া পৌরসভায় ” মুক্তিসরোবর ”বিনোদন পার্কের কাজের একাংশ।
Leave a Reply