চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগের জন্য একুশে পদকপ্রাপ্ত, ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন মনোনীত হয়েছেন। আগামী ২ বছরের জন্য তাঁকে এই পদে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন ‘আমরা প্রয়োজনীয় সকল দাপ্তরিক কার্যক্রম শেষ করছি। খুব শীঘ্রই তাঁর কাছে নিয়োগপত্র পাঠানো হবে।’
অধ্যাপক মুনতাসীর মামুন ১৬ আগস্ট ২০১৭ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার পদের দায়িত্ব পালন করেছিলেন।এর আগে ২০১৯ সালের ৭ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব নিয়েছিলেন সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।তবে গত বছরের ২৭ সেপ্টেম্বর সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে পদ থেকে সড়িয়ে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি।
উল্লেখ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন ও কীর্তি নিয়ে গবেষণা এবং তার স্মৃতি সংরক্ষণার্থে ২০১৭ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ৫১০তম সভায় ‘বঙ্গবন্ধু চেয়ার’ চালুর সিদ্ধান্ত হয়।
এ দিকে দেশবরেন্য ইতিহাসবিদ কচুয়ার কৃতিসন্তান সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব মিসবাহ উদ্দিন খানের সুযোগ্য সন্তান ও সাবেক স্বরাসট্র মন্ত্রী ড.মহীউদ্দিীন খান আলমগীর এমপি’র ভাইপো অধ্যাপক ড.মুনতাসীর মামুনকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মনোনীত করায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply