কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে মরহুম ওহাব আলী দরবেশ, মরহুমা সাফিয়া খাতুন, আমির হোসেন মিয়াজী ও বোরহানউদ্দীন স্মরনে ওয়াজ ও দোয়ার মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ মঙ্গলবার দক্ষিণ নলুয়া মিয়াজীবাড়ী সংলগ্ন মাঠে মাহফিলটি শুরু হয়ে ১১ মার্চ বৃহস্পতিবার আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। শেষ দিনে দ্বিন ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, চট্টগ্রাম আজিদ নগর দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী সৈয়দ শামশুল আরেফীন আল-হাছানী আল-মাইজভান্ডারী। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আঃ মোতালেব। আলহাজ¦ বাচ্চু মিয়া ফরাজীর সভাপতিত্বে ও কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজীর সঞ্চালনায় ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, সমাজসেবক জাকির হোসেন বাচ্চু মজুমদার, মিলন মিয়াজী, মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মোঃ জহিরুল ইসলাম কন্ট্রাক্টর। তিন দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাইজভান্ডারী মাহফিলের আয়োজন করেন, গোলাম হোসেন ভান্ডারী, জহিরুল ইসলাম ভান্ডারী, জসিমউদ্দীন ভান্ডারী, কবির হোসেন ভান্ডারী, সালাউদ্দীন ভান্ডারী, দিদার হোসেন ভান্ডারী। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন, চট্টগ্রাম আজিদ নগর দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী সৈয়দ শামশুল আরেফীন আল-হাছানী আল-মাইজভান্ডারী। দোয়া মুনাজাত শেষে মাহফিলে শিল্পীগোষ্ঠী ছেমা পরিচালনা করেন।
ছবিঃ কচুয়ার নলুয়ায় ওয়াজ ও দোয়ার মাইজভান্ডারী মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করছেন, চট্টগ্রাম আজিদ নগর দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী সৈয়দ শামশুল আরেফীন আল-হাছানী আল-মাইজভান্ডারী।
Leave a Reply