উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতকা উত্তোলন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বক্তব্য ভার্চুয়াল পদ্ধতিতে প্রজেক্টরের মাধ্যমে সকলের মাঝে উপস্থাপন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি, সকলের মাঝে উপস্থাপন করা হয়। । উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে আয়োজিত আলোচনা সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) একিমিত্র চাকমা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সকল বিভাগী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্র্থবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীর পিতা বঙ্গবন্ধুর ভাষন ও বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ পুলিশ কচুয়া থানার আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে পতাকা উত্তোলন,আলোচানা সভা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
একই দিনে চাঁদপুর পলিটেকনিক ইন্সিটিটিউটের আয়োজনে জাতীয় পাতাকা উত্তোলন , প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষন ৭ মার্চের ভাষন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বক্তব্য ভার্চুয়াল পদ্ধতিতে সকলের মাঝে উপস্থাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফর রহমানের সভাপতিত্বে চীফ ইন্সট্রাক্টর অনিমেশ চন্দ্র সুত্রধার, ইন্সট্রাক্টর হুমায়ুন কবির,উত্তম কুমার দেবনাথ শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন ্কর্মসূচিতে অংশ গ্রহন করেন ।
তাছাড়া ,চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলন,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রভাষক শামীম আহমেদ,হিমাংসু বিকাশ মজুমদার,আবু রায়হান,সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীগন বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন ।আশেক আলী খান স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। একই দিনে,মনোহরপুর উচ্চ বিদ্যালয় ,সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়,পালগিরি বেগম রাবেয়া উচ্চবিদ্যালয় ,কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।
ছবিঃ কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
Leave a Reply