চাঁদপুরের কচুয়ায় হালিমা বেগম(২৪) গৃহবধু খুনের ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে এ ঘটনা ঘটে।এজহার মর্মে জানা যায় ,প্রসন্নকাপ গ্রামের গনি মাস্টার বাড়ির আলী আজগরের ছেলে কসাই রাসেল পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকালে তার স্ত্রী হালিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে বসত ঘরে কাঁধা জড়িয়ে রেখে দেয়। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কসাই রাসেল,তার পিতা আলী আজগর,মা রেহেনা বেগকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে হালিমার পিতা আব্দুল জলিল রাসেলসহ তিনজনকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করে।হালিমার পিতা জানান পারিবারিক ভাবে এক বছন পূর্বে আমার মেয়ের সাথে রাসেলের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের টাকাও দিয়েছি তারপরও আমার মেয়েকে প্রায়ই তার স্বামী মারধর করত। ১৩ ডিসেম্বর বুধবার হালিমার স্বামী গ্রেফতারকৃত রাসেল,শশুর আলী আজগর ও শাশুরী রেহেনা বেগমকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে এবং হালিমার লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
ছবি: কচুয়ায় গৃহবধু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত স্বামী ,শশুর ও শাশুরী ।
Leave a Reply