কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুরে রাতের অন্ধকারে বসত বাড়িতে স্থাপিত সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। অভিযোগ মর্মে জানা গেছে ২৫ ডিসেম্বর রাত ১১.৫৫ মিনিটে বড় হায়াতপুর গ্রামের প্রবাসী আমির হোসেনের রাস্তা সংলগ্ন বাড়ির কর্নারে লাগানো সিসি ক্যামেরাটি দুর্বৃত্তরা ভেঙ্গে ভাউন্ডারী দেওয়ালের সাথে ঝুলিয়ে রাখে। অভিযোগে উল্লেখ করা হয় ইতিপূর্বে তার হাঁস ,ছাগল ও মোবাইল ছুরি হয়েছে। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাটি বাড়িতে স্থাপন করা হয়। ২৫ ডিসেম্বর রাতে ৪/৫জন মিলে অসৎ উদ্দেশ্যে সিসি ক্যামেরাটি ভেঙ্গে দিয়েছে । বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মানিক হোসেনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসীর একমাত্র ছেলে আবু হানিফ ৩০ ডিসেম্বর ওই গ্রামের বাসু মিয়ার ছেলে শামীম(২১)সহ অজ্ঞাত ৪/৫জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিভত অভিযোগ দয়ের করেন। ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমএ রউফ খান বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ছবি: ভাংচুর করা সিসি ক্যামেরা ও ইনসেটে দুর্বৃত্তের ছবির একাংশ
Leave a Reply