কচুয়া উপজেলা কওমী মাদ্রসা শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের সাথে ওসি মো: মহিউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় কচুয়া থানা অফিসার ইনচর্জের কার্যালয়ে ওসি মো: মহিউদ্দিনের সভাপ্রধানে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ১৫ নভেম্বর রবিবার বাদ জোহর মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ সম্পর্কে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান,কচুয়া জামিয়া ইসলামিয়া আহম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আলহাজ্ব মাওঃ আবু হানিফ, কচুয়া কেন্দ্রীয় বড়মসজিদের খতিব মুফতি মাওঃ আলহাজ্ব মাহবুবুর রহমান, দহুলিয়ার দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলীসহ বিভিন্ন মাদ্রাসার ওলামা কেরামগন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতেবাপুর মাদ্রসার মুহতামিম মাওলানা মো: দেলোয়ার হোসেন, কচুয়া জামিয়া ইসলামিয়া আহম্মদিয়া মাদ্রাসার সহকারি শিক্ষা সচিব মাওলানা ছানাউল্লাহ, দরুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রিয়াজুল হক মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমূখ। প্রসঙ্গত, ১০ নভেম্বর মঙ্গলবার উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান -মাঝিগাছা সড়কে মাঝিগাছার কিছু উশৃ্খংল যুবক ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলে হামলা করে। আলেমগন হামলাকারীদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ছবিঃ কচুয়া থানার ওসি’ মোঃ মহিউদ্দিনের সাথে উপজেলা কওমী মাদ্রসা শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের মতবিনিময়ের একাংশ ।
Leave a Reply