কচুয়ায় ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ ।
১১ নভেম্বর বুধবার দুপুরে প্রতিবাদ মিছিলে হামলার ঘটনার এজহারনামীয় ১ নং বিবাদী উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মৃত লণী মিয়ার ছেলে হেলাল(৩৫)কে কচুয়া থানার এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাছিগাছা এলাকা থেকে গ্রেফতার করে।
হামলার ঘটনায় বুধবার কচুয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে ওসি মোঃ মহিউদ্দিনের সাথে বৈঠক করে উপজেলার জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মোহতামিম মাওঃ মাহবুব ইলাহি পীর সাহেব ও কচুয়া জামেয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ আবু হানিফা, কচুয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ মাহবুবুর রহমান, নিশ্চিন্তপুর মাদ্রাসার হেড মুহাদ্দিছ মাওলানা নুরুজ্জামান, মনপুরা মাদ্রাসার মোহতামিম মাওঃ হাফেজ আহমেদ, দহুলিয়ার দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলীসহ বিভিন্ন মাদ্রাসার ওলামা কেরামগন। এ সময় আলোমগন এজহারভ’ক্ত বাকী আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে¡ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।
মতবিনময় কালে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা ও কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহসান হাবীব সুমনসহ বিভিন্ন মাদ্রাসার ওলামা কেরামগন উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত ঃ ১০ নভেম্বর মঙ্গলবার উপজেলার শিলাস্থান, নিন্দপুর, টেলি, পিয়ারী খোলা গ্রামের ধর্মপ্রান মুসল্লীদের আয়োজনে হযরত মোহাম্মদ (স)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলটি শিলাস্থন থেকে মাঝিগাছা যাওয়ার সময় পিছনে থাকা সিএনজিকে সাইড দিতে বিলম্ব হওয়ায় সিএনজি’র যাত্রীসহ মাঝিগাছা গ্রামের ১০/১৫জন উশৃঙ্কল যুবককে মিছিলে অংশগ্রহনকারীদের লাঠি সোটা দিয়ে এলোপাথারী মারধর করে। ্এসময় মিছিলে অংশগ্রহনকারী ১৫জন আহত হয় ।
এঘটানায় ওইদিন রাতে শিলাস্থন গ্রামের হামলার শিকার কাজী রানা বাদী হয়ে ৬ জনকে ্এজহারনামীয় ও অজ্ঞাত ১০/১৫জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে ।
Leave a Reply