কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম ও গোহট উত্তর ইউপি চেয়ারম্যা হাজী আবদুল হাই মুন্সি করোনা আক্রান্ত হয়েছে। ১ জুন চাঁদপুরে কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের করোনা পজেটিভ শনাক্ত হয়।চাঁদপুর সদরের স্বাস্থ্য ও পারবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজেদা আক্তার পলিন করোনা পজেটিওে বিষয়টি নিশ্চিত করার পর মাহবুব উল আলম চাঁদপুর শহরের বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে। কচুয়ায় কর্মরত অবস্থায় প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী সাধারন মানুষের হাতে পৌছে দিতে ও করোনা আক্রান্ত রোগীদের পরামর্শ দিয়ে যে মানুষটি কচুয়ার প্রত্যন্ত এলাকায় সেবা দিয়েছেন আজ তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন।
অপরদিকে গোহট উত্তর ইউপি চেয়ারম্যা হাজী আবদুল হাই মুন্সি করোনা আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সমাজসেবক গোহট উত্তর ইউপি চেয়ারম্যা হাজী আবদুল হাই মুন্সি তার এলকার প্রতিটি অসহায় কর্মহীন মানুষের কাছে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দিতে নিরলস কাজ করেছেন। যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম ও ইউপি চেয়ারম্যান হাজী আবদুল হাই মুন্সির জন্যে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভসহ অনেকই দোয়া কামনা করেছে আরোগ্য লাভের জন্যে দোয়া কামনা করেছেন।
Leave a Reply