করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে কচুয়া উপজেলার মসজিদ সমূহের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ কর হয়েছে।
২ জুন মঙ্গলবার কচুুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে উপজেলার মসজিদ সমূহের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর এমপি। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইসচেয়ারম্যা ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র নাজমূল আলম স্বপন। কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাসান মজুমদারের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, মৎস কর্মকর্তা মাসুদুল হাসান,মডেল কেয়ার টেকার মাও.মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন মসজিদের সভাপতি /সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ।
২ জুন মঙ্গলবার প্রথম পর্যায়ে কচুয়া পৌরসভার ৪২টি ও বিভিন্ন ইউনিয়নের ২৪টি মসজিদের প্রতিটিতে ৫হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৭৩৯টি মসজিদে প্রতি টিতে ৫ হাজার টাকা করে মোট ৩৬ লক্ষ ৯৫হাজার টাকার চেক বিতরণ করা হবে।কোন মসজিদ বাদ পরলে পরবর্তী ধাপে দেওয়া হবে।
ছবি:মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও অতিথিবৃন্দ।
প্রতিনিধি : মো: আমির হোসেন মজুমদার:
Leave a Reply