বৈশিক পরিস্থিতিতে করোনা ভাইরাস কোভিড-১৯এর ভয়াবহতায় প্রায় ২মাস বাস চলাচল বন্ধ থাকার পর শুরু হল বাস চলাচল। ১জুন সোমবার সকাল ৫টায় প্রথম বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে ২মাস ৪দিনপর বাস চলাচল শুরু হল।সাধারন যাত্রীদের ভাড়া ১শত৫০টাকার পরিবর্তে ২শত৪০ টাকা দিতে হচ্ছে। প্রতিটি বাসে ব্লুকে উল্লেখিত যাত্রী সংখ্যার অর্ধেক করে যাত্রী নিয়ে ঢাকা-কচুয়া সড়কে জীবনে ঝুঁকি নিয়ে নিয়ে শুরু হল সুরমা পরিবহনের বাস চলাচল। প্রতিটি বাসে ২৩/২৪জন যাত্রী নিয়ে নতুন করে ভাড়া বাড়িয়ে শুরু হল সুরমা পরিবহনের বাস যাত্রা। যাত্রীরা জানান বেশীরভাগ সুরমা গাড়ীর ভিতরে অস্বাস্থ্যকর অবস্থা যাতে করে সাধারন মানুষ অসুস্থ্য হয়ে যাবার আশংকা রয়েছে। কচুয়া সুরমা কাউন্টারের করনিক সফিকুল ইসলাম জানান গাড়ীতে যাত্রীদের উঠার সময় জীবানুনাশক স্প্রে করে উঠানোর জন্যে বলা হয়েছে। বাস্তবাতার চিত্র অকেটাই ভিন্ন। সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যকর পরিবেশে বাস চলাচল করতে যাত্রী সাধারন যথাযথ কৃপক্ষের নিকট দাবী জানান।
ছবি: কচুয়া বিশ্বরোডে সুরমা কাউন্টারে বাস চলাচলের একাংশ
Leave a Reply