কচুয়ায় নতুন ৩জনসহ ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১ জুন সোমবার পালগিরি গ্রামের মৃত মজিবুর রহমান বাচ্চু,তার স্ত্রী মৃত ফজিলাতুন নেসা ও ১পুলিশ কনসস্টেবল সাইদ হোসেনের করোনা শানাক্ত হয়। এ নিয়ে ৩ পুলিশ সদস্য,২ নার্স ও আয়া,১ ডেন্টাল টেকনোলজিষ্ট ,১ ইউপি সচিব,১ ওষুধ বিক্রেতা,মৃত হাফেজ জাকারিয়া সুমন,মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিকের করোনা পজেটিভ শনাক্ত হয়। কচুয়ায় এ পর্যন্ত ১২জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১ জুন সোমবার কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। কচুয়া থানা পুলিশের কনস্টেবল সাইদ হোসেনকে সোমবার থানা সংলগ্ন বাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কচুয়া উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেন্টাল টেকনোলজিষ্ট মানিক মজুমদার সোহাগ করোনা পজেটিভ আক্রান্ত হলে ২৮ মে বৃহস্পতিবার মনিক মজুমদারের বাসস্থান পৌরসভার কড়ইয়া মজুমদার বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে। তার স্ত্রী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি মেডিকেল অফিসারকে হোম কেয়ারেন্টাইনে রাখা হযৈছে। কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের সচিব বিজয় কৃঞ্চ শীল করোনায় আক্রান্ত হলে ২৪ মার্চ রবিবার তার গ্রামের বাড়ি মেঘদাইর লক ডাউন করে দেওয়া হয়। ২৩মে কচুয়া থানা পুলিশের এসআই গোলাম মোস্তফার করোনা পজেটিভ শনাক্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘোষিত আইসোলেশন ইউনিট এসআই গোলাম মোস্তফাকে রাখা হয়েছে। এ নিয়ে কচুয়া করোনা পজেটিভে আক্রান্ত ৩ পুলিশ সদস্যের একজন চাঁদপুর পুলিশ লাইনে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাছাড়া সাচার রেনেসা ক্লিনিকে লক ডাউনে আছে সরকারি হাসপাতালের স্টাফ নার্স মর্জিনা বেগম,রেনেসা ক্লিনিকের আয়া তানিয়া বেগমের বাবার বাড়ি নন্দনপুরে ১৩ মে থেকে লকডাউনে রয়েছে, গোহট দক্ষিন ইউনিয়নের সাহারপাড় গ্রামের মৃত আ: রবের ছেলে ফয়েজ আহমেদের বাড়ি ৬ মে বুধবার লকডাউন করা হয়। সাম্প্রতিক সময়ে আবার পরীক্ষা করলে পুনরায় ফয়েজ আহমেদের করোনা পজেটিভ আসে।তাই ফয়েজ আহমেদ এখনও লকডাউনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে কচুয়ায় এ পর্যন্ত ১শত৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে,তার মধ্যে ফলাফল পাওয়া গেছে ১শত৭,পজেটিভ ১২,অপেক্ষমান ৩০জন । হোমকেয়ান্টোইনে রয়েছে ১শত৮৯জন।
সন্দেহজনক করোনার উপসর্গ নিয়ে ১৯ মে মারা যাওয়া পালগিরি গ্রামের স্বেচ্ছা সেবকলীগ নেতা মানিক সরকার ,২৮ মে তার পিতা মজিবুর রহমান বাচ্চু,৩০ মে মা ফজিলাতুন নেসা, ১৭ মে রবিবার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া হাফেজ জাকারিয়া সুমনের করোনার ফলাফল পাওয়া পজেটিভ শনাক্ত হয়। অরদিকে ১১ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা ছাইয়েদ আলী মিয়া মারা যায় ।
Leave a Reply