পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মে শনিবার সকালে কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের মধুপুর বাজারে জাপান শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট সমজসেবক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ব্যাক্তিগত তহবিল থেকে কচুয়া পৌরসভাসহ ১২টি ইউনিয়নের অসহায় কর্মহীন ১হাজার পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জাপানে অবস্থানরত ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের পক্ষে সামাজিক দুরুত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরনে অংশ গ্রহন করেন কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, কদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম,ইউপি সদস্য চান মিয়া,নাছির উদ্দিনসহ আওয়মী লীগ, ছাত্রলীগ ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মুঠোফোনে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পরামর্শক্রমে এ দুর্যোগ মুহুর্তে¡ কচুয়ার মানুষের পাশে থেকে সহযোগীতার জন্যে এসেছি। আমার সাধ্যানুযায়ী মানুষের কল্যানে কাজ করছি। আমি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে কচুয়ার ক্ষতিগ্রস্থদের মাঝে অতীতে সহযোগীতা করেছি ,এখনও করব।সবাই আমার জন্যে দোয়া করবেন।
ছবি: কচুয়ায় জাপান শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ইফতার সামগ্রী বিতরনের একাংশ পাশে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ফাইল ছবি।
Leave a Reply