কচুয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালুকরা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবিড় পর্যবেক্ষনে এ পর্যন্ত বিদেশ থেকে কচুয়া এলাকায় আগতদের সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মার্চ মাসে শনিবার পর্যন্ত ১২জন সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে। বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে প্রতিটি এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত সকলেই সর্তকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে । প্রান্তিক পর্যায়ের জনগনকে সচেতন ও করনীয় সম্পের্কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ জানান চলমান পরিস্থিতিতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে তদরকী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গ্রাম পুলিশ ও প্রন্তিক পর্যায়ের জনগন,স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাহয্যে তথ্যসংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্ময় করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানান মার্চ মাসে ১২ জন কচুয়ায় বিদেশ ফেরত সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে এবং সবাই সুস্থ্য আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কোভিড ১৯ এর জন্যে একটি আইসোলেটেড ভবনে চিকিৎসা সেবার জন্যে প্রস্তুত রাখা হয়েছে।যেখানে চিকিৎসা সেবার উপযোগী করে সকল সরঞ্জামাদি রাখা হয়েছে।
কচুয়া : কচুয়ায় কোভিড ১৯ এর জন্যে ঘোষিত আইসোলেটেড ভবনের একাংশ
Leave a Reply