এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ৪৭৫১জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ৪৩৭৭জন। পাসের হার ৯২.১৩ ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯৮জন। ৬টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে- আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় , মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়, মনপুরা-বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয় ও দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ৩০জন, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ২৮জন,সাচার বহুমুখী ১৯জন,্পালাখাল উচ্চ বিদ্যালয় ১৩জন আশেকআলী খান স্কুল এন্ড কলেজ ১২জন।
এছাড়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ১৪৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৪৫জন কৃতকার্য হয়। পাসের হার ৯৭.৯৮। জিপিএ ৫ পেয়েছে ২৫জন।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ১৩৮১জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ১১৩১জন। পাসের হার ৮১.৮৯ ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩জন। এছাড়া ৪টি মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করে। মাদ্রাসাগুলো হচ্ছে- কাদলা খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা,আল ফাতেহা আয়েশা ইসলামিয়া মহিলা,মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা,লক্ষীপুর মাদ্রসা শতভাগ সাফল্য অর্জন করেছে।
ছবি: কচুয়ার মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের উল্লসিত শিক্ষার্থীদের একাংশ
Leave a Reply