”খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথাও ভাবুন ”এ শ্লোগানে কচুয়ায় ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ সম্পন্ন হয়েছে। সোমবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সেবা সপ্তাহর সমাপনী উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ও শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কবির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মফিজুর রহমান, পরিসংখ্যান বিদ দিপাংশু বিকাশ দত্ত, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ গোপাল পোদ্দার,কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, হাসপাতালে কর্মরত নার্স,ব্রাদারসহ উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তর ও পুষ্টি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উজানী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ সাইফুল ইসলাম, পালগিরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জহির হোসেন ও মুরাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ ইকবাল হোসেনকে স্বাস্থ্য সেবা খাতে জনগনকে ভাল সেবা প্রদানের জন্যে শ্রেষ্ঠ সিএইচসিপি হিসাবে পুরস্কার দেওয়া হয়। তাছাড়া জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের মেলায় অংশগ্রহন কারীদের শ্রেষ্ঠ স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবিঃ কচুয়া কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেণ উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
Leave a Reply