কচুয়া উপজেলার সৈয়দপুরে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও নতুন রোপনকৃত গাছের চারা কর্তন করা হয়েছে। এঘটানায় কচুয়া থানায় অভিযোগ করা হয়েছে। থানা অভিযোগ মর্মে জানাগেছে,বিতারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের পাটওয়ারীর বাড়ির সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে অলি উল্লাহ ও একই বাড়ির মৃত মুনছুর আলীর ছেলে মোঃ কামাল পাটওয়ারী গংদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কামাল পাটওয়ারী তার লোকজন নিয়ে অলি উল্লাহর দখলীয় সম্পত্তির উপর রোপনকৃত নতুন গাছের চারা কেটে ফেলে। এসময় অলি উল্লাহর লোকজন বাধা প্রধান করলে কামাল ক্ষিপ্ত হয়ে অলি উল্লাহকে এলোপাতারী মারধর করে। এঘটনায় অলি উল্লাহ বাদী হয়ে কামাল পাটওয়ারীসহ ৩জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার কচুয়া থানার এ.এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে তদন্ত করেন।
এব্যাপারে বিবাদী কামাল হোসেন জানান,বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধন ও নতুন গাছের চারা কর্তনের বিষয়ে অভিযোগটি সঠিক নয়।
Leave a Reply