চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক সড়কে বাস সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ ছয়জন নিহত হয়েছে । এ ঘটনায় অটো চালক স্বপন গুরুতর আহত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হচ্ছে-কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের বড় ভবানিপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস মনি (২৮), তার ছেলে রোমান (১০), পিপলকরা গ্রামের রনজিৎ মজুমদার (৫২), চক্রা গ্রামের ফখর উদ্দিন খান (৬০), জগতপুর গ্রামের শাহজাহান (৪০) ও শাহরাস্থি উপজেলার শাহপুর গ্রামের আবুল কাশেম (৪০)।
জানা গেছে , কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ থেকে একটি অটোরিক্সা ৬ জন যাত্রী নিয়ে শাহরাস্তি আসছিল। অপরদিকে হাজীগঞ্জ থেকে কর্ডোভা পরিবহনের যাত্রীবাহি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাহরাস্থির কাকৈরতলা এলাকায় বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতর থাকা সাতজনের মধ্যে চার জনই ঘটনাস্থলেই মারা যায়। জান্নাতুল ফেরদাউস মনিকে শাহরাস্থি সরকারি হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষনা করেন। কুমিল্লা নেওয়ার সময় পথে মারা যায় জগতপুরের শাহজাহান। অপরদিকে সিএনজি চালক শাহাস্থির স্বপন গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর পর চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।তাছাড়া শাহরাস্থি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া ও সহকারাী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা ঘটনারস্থল পরিদর্শন করেন ।
ছবি: চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক সড়কে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষের একাংশ
পাশে “‘ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রসাশক মোঃ মাজেদুর রহমান।
Leave a Reply