”স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার” এ স্লোগানে কচুয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের জাতীয় অনুষ্ঠানের সাথে সমন্ময় রেখে সেবা সপ্তাহ অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয়।এ সময় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার টেলিভিশনে প্রদত্ত ভাষন প্রজেক্টারের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শক শ্রোতা উপভোগ করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বেলুন উড়িয়ে ৫দিন ব্যাপি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার কবির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মুবিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো ঃ মফিজুর রহমান,বেসরকারি কিøনিক মালিক সমিতির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,বিশেষজ্ঞ চিকিৎসক ডা.আক্তারুজ্জামান, ডা.খোরশেদ আলম.ডা: রেজাউল করিম,ডা:হুমায়ন কবির,ডেন্টল সার্জন ডা.মাসুদুর রানা,মেডিকেল অফিসার ডা.সোহেল রানা,পরিসংখ্যানবিদ দীপাংশু দত্ত,রহিমানগর বেসিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা.আঃ কাদেরসহ হসাপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ায় স্বাস্থ্য সেবা সপ্তাহে বেলুন উড়িয়ে উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
Leave a Reply