কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আউশ প্রনোদনার আওতায় উপকারভোগী ১ হাজার ৬ শত ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ডিএপি ১৫ কেজি,এমওপি সার ১০ কেজি ও আউশ ধানের বীজ ৫ কেজি করে বিতরণ করা হয়েছে। কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবিব, কৃষি সম্প্রাসারন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,পৌর কাউন্সিলর আব্দুল আল মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল ও কৃষক মোস্তাফিজুর রহমান জামসেদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
ছবিঃ কচুয়া উপজেলা পরিষদ মিলানয়াতনে বিনামুল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করছেণ অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply