উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের বিষয়ে জনগনকে সম্পৃক্ত করার লক্ষে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা ,ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ এর লক্ষ্য অর্জন সমূহ সম্পর্কে জনগনকে অবহিত করতে কচুয়ায় চাঁদপুর জেলা তথ্য অফিসের আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
সহকারী কমিশনার(ভূমি) রুমন দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: ওয়ালী উল্লাহ। চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্তমান সরকারের সাফল্যের প্রামান্য চিত্র প্রদর্শিত হয়।এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী আলাচনা সভায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি,ইমাম হোসেন সোহাগ সহকারি জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম প্রমূখ।
ছবি: কচুয়ায় জেলা তথ্য অফিসের আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply