কচুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষকদের শ্রেণিকক্ষে ফলপ্রসু পাঠদানে দক্ষতা বৃদ্বি করার লক্ষে দশম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৮এপ্রিল সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে নায়েম এর আয়োজনে উপজেলার শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১১দিন ব্যাপি কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এসময় প্রশিক্ষন কের্সের ট্রেইনার শহিদুল ইসলাম,শাহ আবু মোঃ আজিজুল করিম শ্রেণি কক্ষে পাঠদানের আধুনিক পদ্বতি উপস্থাপন করেন। কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগমের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো: জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালূকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রশিক্ষনার্থী ৪০জন ইংরেজী বিষয়ের শিক্ষক।
ছবি: প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ
আশেক আলী খান
Leave a Reply