কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দীন চৌধুরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ২১মার্চ বৃহস্পতিবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শাহ মো: জালাল উদ্দীন চৌধুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন। শাহ মো: জালাল উদ্দীন চৌধুরী ১৯৮৭ হাজীগঞ্জ উপজেলার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যোগদানের মাধ্যমে শিক্ষকতাকে পেশা হিসেবে বেচে নেয়। তিনি ১ এপ্রিল ২০১২ সালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। শাহ মো: জালাল উদ্দীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শাহ মো: জালাল উদ্দীন চৌধুরী চাঁদপুর সদরের মৈশাদী গ্রামে জম্ম গ্রহন করেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান শিক্ষক হিসেবে আমি জীবনের শেষদিন পর্যন্ত শিক্ষার্থী ও সুধীজনের মাঝে বেঁচে থাকতে চাই । উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
কচুয়া : অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দীন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছার একাংশ।
Leave a Reply