কচুয়ায় অগ্নিনির্বাপন ও ভ’মিকম্প বিষয়ক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহড়ার আয়োজন করা হয়। এ সময় কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশ গ্রহনে অগ্নিকান্ড ও ভ’মিকম্পের সময় করনীয় সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন অগ্নিকান্ডের ঘটনায় করনীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্বির লক্ষে মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন কোথায়ও অগ্নিকান্ডের ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসের মোবাইল নং ০১৭২৮-৪৫৬১১০ নাম্বারে ফোন দিয়ে অবহিত করতে হবে। বিশেষ প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নং ০১৭৩০-০৬৭০৭০ নাম্বারে সংবাদ দেওয়া যেতে পারে।
এ সময় মহড়ায উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভ’মি)রুমনদে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম,সহকারি শিক্ষা অফিসার মো: মানর হোসেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply